ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

আমরণ অনশনে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা

প্রকাশিত: ২০:৩৭, ১৩ জানুয়ারি ২০২৫

আমরণ অনশনে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা

ছবিঃ সংগৃহীত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া ৩২১ জন শিক্ষানবিশ উপপরিদর্শক (এসআই) চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। আজ সোমবার বিকেল চারটার দিকে সচিবালয়ের সামনে তাঁরা এ অনশন শুরু করেন।

এর আগে সকাল থেকে তাঁরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা জানান, ৫ ও ৬ জানুয়ারিও একই দাবিতে তাঁরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলেন। দাবি মেনে নেওয়ার জন্য ১২ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছিলেন তাঁরা।

অব্যাহতি পাওয়া এক শিক্ষানবিশ এসআই রবিউল ইসলাম বলেন, বিকেল চারটা পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো বার্তা দেওয়া হয়নি। তাই আমরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছি।

সন্ধ্যা ছয়টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলোচনার জন্য তিনজন প্রতিনিধিকে ডেকে পাঠানো হয়। প্রতিনিধি দলের সদস্যরা আলোচনার জন্য এখনো মন্ত্রণালয়ে আছেন। তাঁদের ফিরে আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রবিউল।

প্রসঙ্গত, সম্প্রতি সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের ৩২১ জন শিক্ষানবিশ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি পুনর্বহালের দাবিতে তাঁরা আবারও আন্দোলনে নেমেছেন।

রিফাত

×