ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চায় প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১৮:৫৩, ১৩ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চায় প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকরা সহজেই দেশে ফিরে আসার সুযোগ থাকবে এবং মালয়েশিয়ায় কাজের জন্য ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

আজ সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ বিষয়টি উত্থাপন করেন।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছেন, ১৮,০০০ বাংলাদেশি যারা গত বছরের মে মাসে কাজের জন্য নির্ধারিত সময়সীমা মিস করেছেন, তাদের জন্য প্রবেশের সুযোগ নিশ্চিত করতে আহ্বান জানান তিনি। 

মালয়েশিয়ার হাইকমিশনার জানালেন, ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে উভয় দেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ প্রযুক্তিগত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এবং এ বিষয়ে মঙ্গলবার একটি নতুন সভা অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গত অক্টোবর মাসে ঢাকায় সাক্ষাৎ করেছিলেন সেটি  স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন যে, মালয়েশিয়া দ্রুত বাংলাদেশি শ্রমিকদের আগমন প্রক্রিয়া সহজ করবে, যাতে আগামী ব্যাচের শ্রমিকরা কাজের জন্য সহজেই মালয়েশিয়ায় যেতে পারেন।

আশিক

×