ছবিঃ সংগৃহীত
যশোরে একটি মাহফিলে দেওয়া বক্তব্যকে ঘিরে মিজানুর রহমান আজহারীর সমালোচনা করেন বিএনপির কিছু নেতাকর্মী। এরপর সিলেটের একটি মাহফিলে সেই বক্তব্যের ব্যখ্যা দিলেও বিএনপির কিছু নেতাকর্মী বিষয়টি সহজ ভাবে নেয়নি।
যুবদলের একজন নেতা আজকে এক বক্তৃতায় বলেন, মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপিকে নিয়ে,এত সাহস সে কোথায় পায়। এই আজহারীর জন্য সারা দেশের মানুষ কান্না করছে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বৈরাচারী হাসিনা যখন তাকে দেশান্তর করে মালয়েশিয়ায়,তখন আমরা সবাই আফসোস করেছি। জামায়াতকে যখন ২৮ শে অক্টোবর পল্টনে পিটিয়ে মেড়েছে তখন আমরা আফসোস করেছি,আমরা একসাথে কাজ করেছি। এত ষড়যন্ত্র কিসের ক্ষমতা নেয়ার। ভোটে আসেন ভোট হবে যে জিতবে ক্ষমতায় যাবে।
এ সময় তিনি আরও বলেন, আজহারীর দুঃখ প্রকাশ করতে হবে। উনি একটি টুপি লাগিয়ে দল-মত নির্বিশেষে সবাইকে ভালোবাসার কথা বলে জামায়াতের পক্ষে কথা বলে। এই জামায়াতের পক্ষে কথা বলা বন্ধ করেন। এই মুসল্লিরা কিন্ত বিএনপিকে পছন্দ করে,অন্য সংগঠনকেও পছন্দ করে। কিন্ত আল্লাহর নামে স্লোগান দিয়ে অন্যের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পড়ে বিএনপিকে বকবেন না আপনি।
তাহলে কিন্ত হেস্তনেস্তর শিকার হবেন। আবার যে কোন মুহুর্তে কিন্ত আপনি দেশান্তর হতে পারেন। তাই সাবধান হয়ে যান।
রিফাত