ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

ছাত্রদের শেষ করতে ১৫ মিনিট লাগবে না, এখন পালিয়ে বেড়াচ্ছেন কেন: আরাফাতকে প্রশ্ন

প্রকাশিত: ১৭:৪৮, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৪৯, ১৩ জানুয়ারি ২০২৫

ছাত্রদের শেষ করতে ১৫ মিনিট লাগবে না, এখন পালিয়ে বেড়াচ্ছেন কেন: আরাফাতকে প্রশ্ন

ছবিঃ সংগৃহীত

টকশোতে বিতর্কের এক পর্যায়ে আরাফাতকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হয়, “ছাত্রদের শেষ করতে ১৫ মিনিটও লাগবে না, এখন কেন পালিয়ে বেড়াচ্ছেন?”

এছাড়া, গত ১৫ বছরের বিভিন্ন রিফর্ম নিয়ে আলোচনার প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন “ইলেকশন কমিশনকে শক্তিশালী করা থেকে শুরু করে ৮২টি রিফর্ম আমরা করেছি। তবে ১৮ সালের নির্বাচনে ভুলভ্রান্তি এবং ব্যর্থতা ছিল, তা আমরা স্বীকার করি। তাকে প্রশ্ন করা হয়,  ১৮ সালে যখন তারা দেখেছে নির্বাচন সঠিকভাবে হয়নি, তাহলে তারা ২৪-এর নির্বাচনে কেন আপনাদের ওপর বিশ্বাস করবে?”

এই প্রশ্নের জবাবে আরাফাত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, যা আলোচনাকে আরও উত্তপ্ত করে তোলে।

বিশ্লেষকদের মতে, আরাফাতের প্রতিক্রিয়া এবং এই প্রশ্নগুলো বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলমান বিতর্কের গভীরতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

মারিয়া

×