ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

এইচএমপিভি: নতুন নয়, মহামারির আশঙ্কা কম বলছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত: ১৭:২০, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:২৯, ১৩ জানুয়ারি ২০২৫

এইচএমপিভি: নতুন নয়, মহামারির আশঙ্কা কম বলছেন বিশেষজ্ঞরা

ছবি : সংগৃহীত

সম্প্রতি এশিয়ার বিভিন্ন দেশে হিউম্যান মেটা নিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের খবর পাওয়া গেছে। চীনে ভাইরাসটির সংক্রমণ বাড়ছে, জাপান, মালয়েশিয়া এবং ভারতেও এটি শনাক্ত হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে, কিছু প্রতিবেদনে একে “নতুন ভাইরাস” ও “মহামারির শঙ্কা” বলে আখ্যায়িত করায় সামাজিক মাধ্যমে আতঙ্ক ছড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয়। এটি বহু বছর ধরেই বিদ্যমান এবং শ্বাসতন্ত্রজনিত সংক্রমণের জন্য দায়ী। ভাইরাসটি নিয়ে সতর্কতার পরামর্শ দেওয়া হলেও মহামারিতে পরিণত হওয়ার আশঙ্কা নেই।

এইচএমপিভি ভাইরাস কী?

হিউম্যান মেটানিউমোভাইরাস শ্বাসতন্ত্রের সংক্রমণের একটি কারণ। ২০০১ সালে নেদারল্যান্ডসে প্রথম এটি শনাক্ত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যমতে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ২০ হাজার শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

লক্ষণগুলো হলো কাশি, জ্বর, সর্দি এবং শ্বাসপ্রশ্বাসে সমস্যা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাইরাসটির সেরোলজিক্যাল প্রমাণ ১৯৫৮ সাল থেকেই পাওয়া যাচ্ছে।

 

গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য

বাংলাদেশের গণমাধ্যমে ভাইরাসটিকে “নতুন” এবং “মহামারির শঙ্কাপূর্ণ” বলে উল্লেখ করা হয়েছে। বেশ কিছু প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমের সূত্র ব্যবহার করা হয়েছে। যেমন, এনডিটিভি, ইকোনমিক টাইমস, এবং হিন্দুস্তান টাইমসের বরাতে বলা হয়েছে, চীনে এটি “নতুন এক ভাইরাস” হিসেবে চিহ্নিত হয়েছে।

তবে রয়টার্স বা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে এমন কোনো তথ্য মেলেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এই ভাইরাসটির প্রাদুর্ভাব নিয়ে চিন্তার কিছু নেই।

বিশেষজ্ঞদের মতামত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭ জানুয়ারির প্রতিবেদনে বলা হয়েছে, বছরের এই সময় উত্তর গোলার্ধে শ্বাসতন্ত্রের রোগ বাড়ে। এটি সাধারণত মৌসুমি ইনফ্লুয়েঞ্জা, রেসপিটরি সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) এবং এইচএমপিভি দ্বারা সৃষ্ট হয়।

ডব্লিউএইচওর মতে, চীনে এই ভাইরাস ছড়িয়ে পড়লেও এটি প্রত্যাশিত সীমার মধ্যেই রয়েছে। বিশেষজ্ঞরা সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশের ভাইরোলজিস্ট ডা. মইনুল আহসান বলেন, “এইচএমপিভি কোনো নতুন ভাইরাস নয়। এটি ইনফ্লুয়েঞ্জার মতোই একটি মৃদু ভাইরাস। আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে।”

সতর্কতার উপায়

  • উপসর্গ দেখা দিলে বিশ্রামে থাকা এবং বাড়িতে অবস্থান করা।
  • জনাকীর্ণ স্থানে মাস্ক ব্যবহার।
  • কাশি বা হাঁচির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢাকা।
  • নিয়মিত হাত ধোয়া।
  • ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

 

এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। এটি নতুন ভাইরাস নয় এবং মহামারির শঙ্কা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। 

 

তথ্যসূত্র: https://dismislab.com/media-literacy/hmpv-not-a-new-virus/

মো. মহিউদ্দিন

×