ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামে আদালতে আত্মসমর্পণের পর ৬৫ জন আইনজীবী জামিন পেয়েছেন। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হাসান শাহরিয়ারের আদালতে তারা আত্মসমর্পণ করেন। আদালত প্রাঙ্গণে সকাল থেকেই সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে আইনজীবীরা আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। এরপর তারা জামিনের আবেদন করেন, যা আদালত অনুমোদন করেন। মামলার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
তবে আইনজীবীদের এই পদক্ষেপ আদালত এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আত্মসমর্পণ ও জামিন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আদালত চত্বরে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। আইনজীবীরা জানিয়েছেন, তারা আইনের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।
মারিয়া