ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

বিএনপি নেতাদের আমন্ত্রণপত্র নিয়ে বিভ্রান্তি, ট্রাম্পের সংশ্লিষ্টতা নেই

প্রকাশিত: ০৪:৫৯, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৫:০৬, ১৩ জানুয়ারি ২০২৫

বিএনপি নেতাদের আমন্ত্রণপত্র নিয়ে বিভ্রান্তি, ট্রাম্পের সংশ্লিষ্টতা নেই

ছবি : সংগৃহীত

গতকাল (১১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক ফেসবুক পোস্টে দাবি করে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট” অনুষ্ঠানে যোগদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। এই পোস্টে উল্লেখ করা হয়, ট্রাম্পের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে।

তবে অনুসন্ধানে জানা গেছে, এই আমন্ত্রণপত্র সরাসরি ট্রাম্প বা যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে পাঠানো হয়নি। বরং এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে এসেছে।

 

ট্রাম্পের সংশ্লিষ্টতা নেই

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট” আয়োজনের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান পরিচালনা করে। এর আগে এটি পরিচালিত হতো ফেলোশিপ ফাউন্ডেশন নামক একটি ধর্মীয় গ্রুপের মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ করলে তারা জানায়, এই আয়োজনের বিষয়ে জানতে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয়, “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট” আয়োজনে যুক্তরাষ্ট্র সরকার কোনো ভূমিকা রাখে না।

 

আমন্ত্রণপত্রের উৎস

ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন অনুযায়ী, এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ও নেতৃবৃন্দ আমন্ত্রণ পান। তবে এটি কোনো সরকারি বা রাষ্ট্রপতির ব্যক্তিগত আমন্ত্রণ নয়। ২০২৪ সালের আমন্ত্রণপত্রে দেখা যায়, এতে চারজনের স্বাক্ষর রয়েছে—বেন ক্লিন, জাচ ওয়াম্প, টম সউজ্জি এবং জেমস স্লাটারি।

বিএনপির বক্তব্য

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট বা সরকার আমন্ত্রণ জানিয়েছে বলে আমরা দাবি করিনি। এটি কেউ ভুল ব্যাখ্যা করেছেন। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমাদের নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে।”

ফ্যাক্টচেকের ফলাফল

যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট”-এ বিএনপি নেতাদের আমন্ত্রণপত্র ট্রাম্পের পক্ষ থেকে এসেছে বলে প্রচারিত তথ্য বিভ্রান্তিকর। এই আমন্ত্রণের সঙ্গে ট্রাম্প বা যুক্তরাষ্ট্র সরকারের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই।

মো. মহিউদ্দিন

×