ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রামে প্রকৃতি-পরিবেশ রক্ষা করেই টেকসই উন্নয়ন চায় সরকার

প্রকাশিত: ০২:৪২, ১৩ জানুয়ারি ২০২৫

পার্বত্য চট্টগ্রামে প্রকৃতি-পরিবেশ রক্ষা করেই টেকসই উন্নয়ন চায় সরকার

ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি ও পরিবেশ রক্ষা করেই টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

রবিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত "ইকোসিস্টেম প্রতিবেশ পুনরুদ্ধার ও টেকসই উন্নয়ন" শীর্ষক ৫ বছর মেয়াদি ইউএনডিপি প্রকল্পের পর্যালোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

সভায় উপদেষ্টা বলেন, প্রকল্পের কাজগুলো যেন দৃশ্যমান হয় এবং প্রকৃতি ও পরিবেশের কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ইকোসিস্টেমে পরিবেশবান্ধব বাঁশ চাষ, বনজঙ্গল সংরক্ষণ, এবং কাপ্তাই লেকের পানি ব্যবস্থাপনার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় ইউএনডিপি জানায়, প্রকল্পটির জন্য ৫০.৬ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এ প্রকল্প জলবায়ু, পরিবেশ, বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, নারী ক্ষমতায়ন, এবং জীবিকা নির্বাহের উন্নয়নে কাজ করবে।

সুপ্রদীপ চাকমা বলেন, প্রকল্পগুলোর স্থায়িত্ব নিশ্চিত করতে এক্সিট প্ল্যান তৈরি করা জরুরি। তিনি পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীকে এ প্রকল্পে সম্পৃক্ত করার পরামর্শ দেন।

পার্বত্য চট্টগ্রামে মৎস্য আহরণ, কাজুবাদাম ও কফি চাষ বাড়ানোর মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং পর্যটন শিল্প প্রসারে উদ্যোগ নেওয়ার কথা জানান উপদেষ্টা।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. রাশিদা ফেরদৌস, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফেন লিলারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মো. মহিউদ্দিন

×