ছবি: সংগৃহীত
ভারত-বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে প্রতিবেশী দেশের কার্যক্রমকে বেআইনি আখ্যা দিয়ে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ সীমান্ত রক্ষায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করবে এবং ভারতের সাথে সীমান্ত নিয়ে করা যেকোনো অসম চুক্তি পর্যালোচনা করে বাতিল করা হবে।
ভারতের ৪,০০০ কিলোমিটারের বেশি সীমান্তে এরই মধ্যে ৩,২৭১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। তবে হঠাৎ করেই অবশিষ্ট ৮৮৫ কিলোমিটারে বেড়া নির্মাণ শুরু করে দেশটি, যা কূটনৈতিক শিষ্টাচার ও দুই দেশের সীমান্ত চুক্তি লঙ্ঘন করে। সীমান্ত চুক্তি অনুযায়ী, শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কার্যক্রমে উভয় দেশের সম্মতি প্রয়োজন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ফেনী এবং কুষ্টিয়া অঞ্চলে সীমান্তের জনগণ ও বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, “আমাদের জনগণ দৃঢ় অবস্থান নিয়েছে, এটাই বড় বিষয়। আমরা নিজেদের জমিতে কারো বেআইনি কার্যক্রম মেনে নেব না।”
তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে সীমান্ত নিয়ে কিছু অসম চুক্তি হয়েছে, যা পর্যালোচনা করা হবে। এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হবে এবং ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্ত সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
ভিডিও দেখুন: https://youtu.be/WujTPulVrhw?si=MF31BQYlA2YK45IU
এম.কে.