ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

প্রতিরোধ গড়বে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ০০:৩০, ১৩ জানুয়ারি ২০২৫

প্রতিরোধ গড়বে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে সমঝোতা চুক্তি উপেক্ষা করে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। তবে সীমান্তে বিজিবি এবং স্থানীয় জনগণের কঠোর প্রতিরোধে আপাতত বিএসএফ এর কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সীমান্তে কোনো অবৈধ কার্যক্রম হলে বাংলাদেশ যেকোনো উপায়ে তা প্রতিহত করবে। একইসঙ্গে সীমান্ত সংক্রান্ত অসম চুক্তিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের চারপাশে ৪,০০১.১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারত ইতোমধ্যে ৩,২৭১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে। তবে সম্প্রতি, ৮৮৫ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের কাজ শুরু করেছে ভারত, যা কূটনৈতিক শিষ্টাচার ও দুই দেশের সীমান্ত চুক্তি লঙ্ঘন করে।

চুক্তি অনুযায়ী, সীমান্তের শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে হলে একে অপরের সম্মতি নিতে হবে। কিন্তু এ ক্ষেত্রে বাংলাদেশকে কোনো তথ্য দেওয়া হয়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ফেনী এবং কুষ্টিয়ার কয়েকটি স্থানে অবৈধভাবে বেড়া নির্মাণ করছিল বিএসএফ। তবে বিজিবি এবং সীমান্তবাসীর কঠোর অবস্থানের কারণে বিএসএফ কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে কিছু অসম চুক্তি হয়েছে। এসব চুক্তি পর্যালোচনা করে বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

আগামী ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি বিজিবি এবং বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।

ভিডিও দেখুন: https://youtu.be/WujTPulVrhw?si=R7FGfirNFGvNSrk2

এম.কে.

×