ছবিঃ সংগৃহীত
পূর্বাচল আবাসন প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১২ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে মামলাটি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরের একটি প্লট তার কন্যা সায়মা ওয়াজেদের নামে বরাদ্দ নেন। তিনি ওই প্লটের রেজিস্ট্রিমূলেও মালিকানা গ্রহণ করেন।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুদক জানিয়েছে, এ মামলায় সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
জাফরান