ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

এম এ আজিজ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি দাবি করলেও বাঙালি বিয়ে করেনি কেউ

প্রকাশিত: ২১:২৫, ১২ জানুয়ারি ২০২৫

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি দাবি করলেও বাঙালি বিয়ে করেনি কেউ

ছবিঃ সংগৃহীত

শেখ পরিবারের বিরুদ্ধে নতুন করে সমালোচনা করলেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। তিনি ব্যঙ্গ করে বলেন, "হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির পরিবারের সদস্যরাও বাঙালিকে বিয়ে করেনি, বরং বিদেশিদের সাথে সংসার করছে। এই একটি পরিবার পুরো রাষ্ট্রটিকে জিম্মি করে রেখেছিলো।"

তিনি আরও অভিযোগ করেন যে, "এই পরিবার রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। তাদের কার্যকলাপ এতদিন প্রকাশ্যে সমালোচনা করা যেত না, কারণ টেলিভিশনে এলেও শেখ পরিবারের বিরুদ্ধে কিছু বলা হতো না।"

তাদের প্রভাব নিয়ে সমালোচনা করে তিনি বলেন, "টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটেনে গণতান্ত্রিক পরিবেশে জন্মগ্রহণ করে সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন, তার দায়িত্ব ছিল দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে কাজ করা। অথচ, তিনি এবং তার বোন নিজেরা ফ্ল্যাট নিয়েছেন দুর্নীতির মাধ্যমে এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের সাথে অবৈধভাবে যুক্তও হয়েছেন।"

 

মারিয়া

×