ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

প্রেস সচিব শফিকুল আলম

দেশকে একটি নির্ভরযোগ্য অর্থনৈতিক অবস্থানে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

প্রকাশিত: ২০:৫৩, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫৮, ১২ জানুয়ারি ২০২৫

দেশকে একটি নির্ভরযোগ্য অর্থনৈতিক অবস্থানে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

ছবিঃ সংগৃহীত

কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে সরকার কিছু পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করেছে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ভ্যাট বৃদ্ধির ফলে সাধারণ জনগণের কিছুটা ভোগান্তি হলেও সরকার জনপ্রিয়তা হারাচ্ছে না।

তিনি বলেন, “দেশকে একটি নির্ভরযোগ্য অর্থনৈতিক অবস্থানে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ এই উদ্যোগগুলো মেনে নেবে বলে আমরা আশাবাদী।”

সরকারি তথ্য অনুযায়ী, গত ৫ মাসে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় কম। অর্থনীতিকে চাঙ্গা করতে এবং মূল্যস্ফীতি কমাতে সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈদেশিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার নতুন নীতিমালা বাস্তবায়নের কাজ করছে বলেও জানান প্রেস সচিব।

মারিয়া

×