ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ভ্যাট বৃদ্ধি : শফিকুল আলম

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:৪৯, ১২ জানুয়ারি ২০২৫

অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ভ্যাট বৃদ্ধি : শফিকুল আলম

ছবিঃ সংগৃহীত

জিডিপিতে করের অবদান (ট্যাক্স-জিডিপি রেশিও) বাড়াতে সরকার কিছু পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শফিকুল আলম বলেন, "আমাদের লক্ষ্য হলো ট্যাক্স-জিডিপি অনুপাত এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। অনুপাত কমে গেলে ঋণ পরিশোধে সমস্যা হতে পারে। দেশের মানুষের কল্যাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ট্যাক্স-জিডিপি বাড়ানো প্রয়োজন।"

তিনি আরও বলেন, "ভ্যাট বাড়ানোর ফলে মানুষের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে, তবে সেটি খুবই সামান্য হবে। আমাদের প্রধান লক্ষ্য হলো সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা এবং রাজস্ব ঘাটতি মোকাবিলা করা।"

আইএমএফের চাপে ভ্যাট বাড়ানো হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আইএমএফের পরামর্শ নয়, আমাদের নিজস্ব অর্থনীতিবিদদের পর্যালোচনা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা পূরণে ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

জাফরান

×