ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

আন্দন্দ বাজারের দাবি

বাংলাদেশের মর্গে পড়ে আট ভারতীয়ের মৃতদেহ

প্রকাশিত: ২০:২৮, ১২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের মর্গে পড়ে আট ভারতীয়ের মৃতদেহ

ভারতের কলকাতা ভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে দাবি করছে,ভারতের আট এবং পাকিস্তানের এক নাগরিকের দেহ ছয় মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মর্গে পড়ে রয়েছে।

পত্রিকাটি আরো দাবি করছে, বাংলাদেশের একটি প্রথম সারির গণমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কারা দফতর। তাদের আরও দাবি, মৃত ওই নয় জন তাদের কারাগারে বন্দি ছিলেন। কয়েকটি দেহ সাড়ে তিন বছর ধরে পড়ে রয়েছে বলেও দাবি করেছে বাংলাদেশ। তাদের আরও দাবি, এই নিয়ে ভারত এবং পাকিস্তানের হাই কমিশনকে বার বার চিঠি দিয়েছে তারা। যদিও তাতে লাভ হয়নি। মৃতদেহ সংরক্ষণে তাদের অনেক খরচ হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশের কারা দফতর।

প্রতিবেদন আরো বলছে, বাংলাদেশের কারা দফতরের তরফে দাবি করা হয়েছে, ন’টি দেহের মধ্যে ছ’টি দেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা রয়েছে। দু’টি দেহ শরীয়তপুরের সদর হাসপাতালে এবং একটি দেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা রয়েছে।

এ বিষয়ে পত্রিকাটি আরো দাবি করছে, কারা দফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মহম্মদ বাংলাদেশের গণমাধ্যম ‘প্রথম আলো’-কে বলেছেন, ‘‘দেহ নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে দুই দেশের হাই কমিশনের কাছে বার বার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু তারা এখনও দেহ নেয়নি। দেহ সংরক্ষণে অনেক টাকা খরচ হচ্ছে।’’

অবশ্য এ বিষয়ে কোন পক্ষের এখনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায় নি।

 

ফুয়াদ

×