ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

অধ্যাপক রোবায়েত ফেরদৌস 

খামছি থেকে চিমটি বাদ দিলে কত থাকে?

প্রকাশিত: ১৯:৩১, ১২ জানুয়ারি ২০২৫

খামছি থেকে চিমটি বাদ দিলে কত থাকে?

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস সম্প্রতি একটি অনুষ্ঠানে বাচ্চাদের উদ্দেশ্যে এক অনন্য প্রশ্ন তুলে ধরেন, যা গণিতের গভীরতা এবং তার ব্যবহারিক গুরুত্বকে নতুন করে প্রমাণ করে। তিনি বলেন, "খামছি থেকে চিমটি বাদ দিলে কত থাকে?" এই প্রশ্নের মাধ্যমে তিনি গণিতের মজা এবং আনন্দমূলক দিকটি ফুটিয়ে তোলেন।  অধ্যাপক ফেরদৌস আরও বলেন, "তোমরা যখন খামছি দাও তখন ৫ আঙুল দিয়ে, আর চিমটি দাও ৩ আঙুল দিয়ে, সুতরাং ৫-৩ বাদ দিলে ২ থাকছে।"

এছাড়া, তিনি আরও বলেন, "গণিত কেবল অংক করার বিষয় নয়, এটি পড়ারও বিষয়। আমার বাসায় গণিত নিয়ে উপন্যাস, অসাধারণ গল্প এবং পেইন্টিং রয়েছে।"

এ সময় অধ্যাপক ফেরদৌস পিথাগোরাসের একটি বিখ্যাত উক্তি তুলে ধরেন, "Everything can be interpreted in terms of numbers," অর্থাৎ "সমস্ত বিষয়কে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়" এবং জানান যে, এই চিন্তাভাবনার ভিত্তিতেই পরিসংখ্যানবিদ্যা তৈরি হয়েছে।

এই উক্তির মাধ্যমে অধ্যাপক ফেরদৌস গণিতের সৌন্দর্য এবং তার জীবনঘনিষ্ঠতা তুলে ধরতে চান, যা বাচ্চাদের শিক্ষায় একটি নতুন মাত্রা যোগ করবে।

মারিয়া

×