ছবিঃ সংগৃহীত
রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত কর্মকর্তাসহ) সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। এ ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে পরবর্তী ৬০ দিনের জন্য কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। পরবর্তী সময়ে ৩০ সেপ্টেম্বর থেকে একই ক্ষমতা নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের দেওয়া হয়।
গত ১৫ নভেম্বর আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়, যেখানে কোস্টগার্ড ও বিজিবিতে কর্মরত সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত হন।
উল্লেখ্য, এ ধরনের ক্ষমতা অর্পণের উদ্দেশ্য হলো, দেশের বিভিন্ন অঞ্চলে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কার্যকর প্রশাসনিক ভূমিকা পালন নিশ্চিত করা।
জাফরান