ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

তেহরান থেকে রাজধানী সরাতে চায় ইরান!

প্রকাশিত: ১৮:৪০, ১২ জানুয়ারি ২০২৫

তেহরান থেকে রাজধানী সরাতে চায় ইরান!

ছবিঃ সংগৃহীত

ইরান সরকার তেহরান থেকে দেশের নতুন রাজধানী মাকরান উপকূলীয় অঞ্চলের দিকে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের মুখপাত্র ফাতেমে মুহাজেরানি এক সংবাদ সম্মেলনে জানান, তেহরানে জনসংখ্যা ও পরিবেশগত চাপ অত্যধিক বেড়ে যাওয়ায় বসবাসের পরিবেশ বর্তমানে প্রায় অযোগ্য হয়ে পড়েছে।

তিনি বলেন, "তেহরান প্রদেশের জনসংখ্যার ঘনত্বের কারণে পানি এবং বিদ্যুতের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এই সংকট এবং পরিবেশগত চাপের কারণে আমরা রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।"

এই পদক্ষেপটি দেশের অর্থনীতি, রাজনীতি এবং সমাজে ব্যাপক পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে মাকরান অঞ্চলে উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, তবে একই সঙ্গে এই স্থানান্তরের সঙ্গে যুক্ত চ্যালেঞ্জগুলিও রয়েছে।

মারিয়া

×