ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

রাবির ৫ হলে কোরআন শরীফ পোড়ানো হয়েছে

প্রকাশিত: ১৭:৩৬, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৩৮, ১২ জানুয়ারি ২০২৫

রাবির ৫ হলে কোরআন শরীফ পোড়ানো হয়েছে

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচটি হলে কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

উপাচার্য এরই মধ্যে জানিয়েছেন, এই ঘটনা শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিপদজনক, এবং এটি কোনো পক্ষের চক্রান্তের অংশ হতে পারে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানাচ্ছে এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করছে।

এ পরিস্থিতিতে প্রশাসন থেকে সবাইকে শান্ত থাকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার আহ্বান জানানো হয়েছে। তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মারিয়া

×