ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে ভারতকে কঠোর বার্তা: শূন্যরেখার কাজ বন্ধে বিজিবির সতর্ক অবস্থান

প্রকাশিত: ১৬:৩৪, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৩৪, ১২ জানুয়ারি ২০২৫

সীমান্তে ভারতকে কঠোর বার্তা: শূন্যরেখার কাজ বন্ধে বিজিবির সতর্ক অবস্থান

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে দেড়শ গজের মধ্যে ভারতকে কোনো কাজ করতে দেওয়া হবে না। এর মধ্যে তিনটি জেলার পাঁচটি সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সীমান্ত বিষয়ক সমঝোতা স্মারক লঙ্ঘন করে ভারত যে কাজ করতে চেয়েছিল, তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অবস্থান জানাবে। "আমাদের বিজিবি কঠোর অবস্থান নেওয়ায় তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে," ঢাকার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর এ প্রেস ব্রিফিং ডাকা হয়, যেখানে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সম্প্রতি বাংলাদেশের তিনটি জেলার কিছু সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর স্থাপনা নির্মাণ নিয়ে আপত্তি তোলার পর সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকো সীমান্তে সীমান্ত রক্ষীদের সাথে গ্রামবাসীদের জড়ো হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে আরও আলোচনা হচ্ছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই নতুন করে সীমান্ত বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে ভারতীয় সীমান্ত রক্ষীরা কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করার পর বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

মারিয়া

×