ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, "বর্তমানে গণমাধ্যম এমন এক স্বাধীনতা উপভোগ করছে যা আগে অকল্পনীয় ছিল। আপনি চাইলে আমার সমালোচনা করতে পারেন, প্রধান উপদেষ্টার বা উপদেষ্টাদের সমালোচনা করতে পারেন। কারণ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে একটি স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। আমরা এর জন্য যথাযথ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি।"
আজ রোববার (১২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অক্সফাম বাংলাদেশের আয়োজনে ‘ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস সচিব এ কথা বলেন।
তিনি আরও বলেন, "গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সর্বপ্রথম গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। তিনি বলেন, "ক্ষমতাধরদের জবাবদিহির আওতায় আনার এখনই উপযুক্ত সময়। কারণ এই সরকার কখনো গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি এবং ভবিষ্যতেও করবে না।"
তিনি যোগ করেন, "এখন পর্যন্ত আমরা আমাদের নিরাপত্তা সংস্থা, প্রশাসন বা কোনো আইন ব্যবহার করে গণমাধ্যমকে বাধা দিইনি। যদি কারও কোনো অভিযোগ থাকে, আমাদের জানান। আমরা সেই বিষয়ে কাজ করব।"
মারিয়া