ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ড. ইউনূস

প্রকাশিত: ১২:৪৪, ১২ জানুয়ারি ২০২৫

টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেই তথ্য গোপন করার ঘটনায় টিউলিপ সিদ্দিক ব্যাপক চাপের মুখে পড়েছেন।

এখন, এই ইস্যুতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার এবং বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান।

গত বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় দ্য সানডে টাইমসকে তিনি বলেন, “শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে তাঁকে (টিউলিপ) ও তাঁর পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। এ সময় তিনি আরও বলেন,“লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে, সেটির তদন্ত করা উচিত। যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি “ডাকাতির’ মাধ্যমে পেয়েছেন, তাহলে এটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত।"

এদিকে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় ব্রিটিশ বিরোধী দল তার পদত্যাগের দাবি করেছে। বিরোধী দলের নেতা বলেছেন, “কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন”।”

এই পরিস্থিতি টিউলিপ সিদ্দিকের জন্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে, এবং তার পদক্ষেপের পরবর্তী দিক নিয়ে সংশয় তৈরি হয়েছে।

নুসরাত

×