ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১২:০৩, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১২:০৪, ১২ জানুয়ারি ২০২৫

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহিত।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাশাগাড়ি নামক স্থানে ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী আরিফ মীম পরিবহনের একটি বাস বাশাগাড়ি এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং অন্তত ৩০ জন যাত্রী আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, "খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাসের ভেতরে আর কোনো যাত্রী রয়েছেন কিনা, তা তল্লাশি করে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়।"

প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

সায়মা ইসলাম

×