এভাবেই নিশানা করে গুলি করেন পুলিশের কনস্টেবল সুজন হোসেন
ছাত্র-জনতার আন্দোলনে ব্যাপক গুলি করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয় পুলিশের কনস্টেবল সুজন হোসেন। হত্যাকাণ্ডের ঘটনায় তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গত ৫ আগস্ট সকাল ১১টায় চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেন কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার ওপর গুলি করছেন।
গত ১ জানুয়ারি ৫ আগস্টে রাজধানীর চানখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
শাহবাগ থানার মামলায় আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন গ্রেপ্তার হন। পরে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। একই সঙ্গে ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ২৩ জানুয়ারি ওই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।
এম হাসান