ছবি: সংগৃহিত।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মানবপাচার চক্রের অন্যতম হোতা ইফতেখারুল আলম রনিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) রাত ১২টা ৩০ মিনিটে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত রনি ফেনী জেলার ফজিলপুর গ্রামের নুরের জামানের ছেলে। তার পাসপোর্ট নম্বর A04761716।
জানা গেছে, ইফতেখারুল আলম রনি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে গত ৮ জানুয়ারি কুমিল্লার মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল-২ এবং জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া শনিবার (১১ জানুয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় তার বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬, ৭, ৯, এবং ১০ ধারায় মামলা করা হয়েছে।
রনি ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর টপ লিস্টেড অপরাধীদের মধ্যে একজন। শনিবার রাত ৮টা ৫০ মিনিটে বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই-এর সহায়তায় ইমিগ্রেশন পুলিশ রনিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় ইমিগ্রেশন পুলিশ একটি মামলা দায়ের করেছে।”
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, রনির এই গ্রেপ্তারের মধ্য দিয়ে মানবপাচার চক্রের একটি বড় নেটওয়ার্ক ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে।
মানবপাচারের মতো অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযানে সক্রিয় রয়েছে। রনির গ্রেপ্তার মানবপাচার দমনে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সায়মা ইসলাম