ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক কমিটির

প্রকাশিত: ০০:১০, ১২ জানুয়ারি ২০২৫

শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক কমিটির

সরকারের জারি করা অধ্যাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়ে অবিলম্বে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল চালু করার দাবি তুলেছে জাতীয় নাগরিক কমিটি।

সম্প্রতি, সরকার রাজস্ব আয় বাড়ানোর জন্য শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করার জন্য দুটি অধ্যাদেশ জারি করেছে। যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, "সরকার রাজস্ব আয় বাড়ানোর জন্য করের আওতা বাড়ানোর চেষ্টা করছে, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে, কর বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।"

তিনি আরও জানান, এই নতুন কর বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বাড়বে, ব্যবসার খরচ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় সমস্যার সৃষ্টি হবে।

আখতার হোসেন বলেন, "বিগত সরকারের লুটেরা অর্থনৈতিক নীতি ও বিদেশে সীমাহীন অর্থপাচারের কারণে সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের অবস্থা এখন সবচেয়ে খারাপ। "

জাতীয় নাগরিক কমিটির দাবি, এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং টিসিবি ট্রাকসেল চালু করতে হবে।

আশিক

×