ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

লুটেরাদের ঋণ পরিশোধে সংগ্রাম করছে সরকার: ডেপুটি প্রেস সেক্রেটারি

প্রকাশিত: ২৩:৪৩, ১১ জানুয়ারি ২০২৫

লুটেরাদের ঋণ পরিশোধে সংগ্রাম করছে সরকার: ডেপুটি প্রেস সেক্রেটারি

ছবি: সংগৃহীত

পূর্ববর্তী সরকারের লুটেরা অর্থনীতির বোঝা বহন করে অর্থনীতিকে স্থিতিশীল করতে বর্তমান সরকার লড়াই করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় তিনি বলেন, "আইএমএফ-এর প্রেসক্রিপশনে নয়, বরং আগের সরকারের সীমাহীন দুর্নীতি ও বাজেটের ভারসাম্য রক্ষার অক্ষমতার কারণে নেওয়া ঋণ এখন সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আগের সরকার বাজেট সাপোর্ট হিসেবে এই ঋণ নিয়েছিল, কিন্তু তার আসল কারণ ছিল প্রকল্পে অতিরিক্ত ব্যয় এবং দুর্নীতি।"

তিনি আরও জানান, বর্তমান সরকার দেশীয় রিসোর্স থেকে বাজেট পরিচালনার মাধ্যমে ঋণনির্ভরতা কমানোর চেষ্টা করছে। ট্যাক্স জিডিপি রেশিও দক্ষিণ এশিয়ায় অন্যতম নিম্ন হওয়ায় জনগণকে কর দিতে হলেও সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসে কর বৃদ্ধির ক্ষেত্রে সতর্ক থেকেছে। তিনি উদাহরণ হিসেবে মোবাইল ফোনে ২ শতাংশ, এলপিজি গ্যাসে আড়াই শতাংশ এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যে সীমিত কর বৃদ্ধির কথা উল্লেখ করেন।

আইএমএফ-এর ঋণ এড়াতে রেমিটেন্স ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, "রেমিটেন্সের অর্থ দিয়ে আমরা অর্থনীতির চাপ সামাল দিতে পারি। তবে আগের সরকারের রেখে যাওয়া বিদেশি কোম্পানিগুলোর পাওনা পরিশোধ করতে আমাদের বড় অঙ্কের বিল মেটাতে হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বজায় রাখতে এ ব্যয় অপরিহার্য।"

আজাদ বলেন, সরকার জনগণের কষ্ট লাঘবে সচেষ্ট থাকলেও অর্থনীতির ভারসাম্য রক্ষা এবং স্থিতিশীলতা আনতে তাকে এই সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে।

ভিডিও দেখুন: https://youtu.be/V8OHRLgcNDM?si=1tQ9FoLcojWXJXkk

এম.কে.

×