ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

ভারতে গৃহবন্দি হাসিনা? সাক্ষাতের অনুমতি মিলছে না জয়ের!

প্রকাশিত: ২৩:১১, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:২০, ১১ জানুয়ারি ২০২৫

ভারতে গৃহবন্দি হাসিনা? সাক্ষাতের অনুমতি মিলছে না জয়ের!

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার পরিবারের সদস্যদের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মোদি সরকারের অধীনে শেখ হাসিনা কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

তার সঙ্গে দেখা করার অনুমতি নেই কারো, এমনকি তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়েরও। জয় গত আগস্টে ঘোষণা দিয়েছিলেন, তিনি দ্রুত ভারতে এসে মায়ের সঙ্গে দেখা করবেন। কিন্তু পাঁচ মাসেও সেই সাক্ষাৎ সম্ভব হয়নি।

শেখ রেহানা, যিনি ব্রিটিশ নাগরিক এবং যার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির একজন প্রভাবশালী মন্ত্রী, তিনিও পর্দার আড়ালে রয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক জয়ও বর্তমানে ভারতে আসতে পারছেন না, যা আরও প্রশ্নের জন্ম দিচ্ছে।

শেখ হাসিনার শাসনামলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দীর্ঘদিন দেশে ফেরার সুযোগ পাননি। এমনকি আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তারেক রহমান জানাজায়ও অংশ নিতে পারেননি। আজ সেই ইতিহাস যেন অন্যভাবে হাসিনা পরিবারে ফিরে এসেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের ওপরও চাপ বাড়ছে। এর মধ্যে বেগম খালেদা জিয়া লন্ডনে রয়্যাল ফ্যামিলির চিকিৎসা ক্লিনিকে সেবা পাচ্ছেন।

সূত্র ভিডিও দেখুন: https://youtu.be/BiT-wu312Io?si=OWm1AVHAm9SEm8VT

এম.কে.

×