ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

বিডিআর হত্যার বিচার চেয়ে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:০২, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:০৬, ১১ জানুয়ারি ২০২৫

বিডিআর হত্যার বিচার চেয়ে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

ছবি: প্রতিনিধি

পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে আগামীকাল সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০০৯ সালের পিলখানার নির্মম হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনের হত্যার বিচার এখনও সম্পন্ন হয়নি। এ ঘটনায় দায়ী প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হবে। একই সঙ্গে বিশেষ আদালতে গণহারে সাজাপ্রাপ্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং তাদের সব সরকারি সুযোগ-সুবিধা পুনঃপ্রতিষ্ঠার দাবিও তোলা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত বিশেষ আদালতগুলো ছিল প্রহসনমূলক। এতে অনেক নিরপরাধ সদস্যকে চাকরিচ্যুত ও সাজাপ্রাপ্ত করা হয়েছে। এই অন্যায় অবসানের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হবে।

এতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা এ দেশেরই সন্তান এবং সীমান্তে প্রহরারত অবস্থায় দেশের সেবায় নিয়োজিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সীমান্ত যুদ্ধে তাদের বীরত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ন্যায়সংগত দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও, সারাদেশের জেলায় জেলায় অনুষ্ঠিতব্য এই মানববন্ধন কর্মসূচি সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

এম.কে.

×