নিজ নিজ ক্যাডারের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির কারণে প্রশাসন ও ২৫ ক্যাডারের মোট ১০ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ধরনের ব্যবস্থাকে তারা প্রচলিত আইন ও বিধির পরিপন্থি উল্লেখ করে,আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ অভিযোগ করছে, নিয়ম অনুসারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রশাসন ছাড়া অন্য ক্যাডারের কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে।সংগঠনটি বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
এ ধরনের ব্যবস্থাকে তারা প্রচলিত আইন ও বিধির পরিপন্থি বলে দাবি করছে সংগঠনটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন,তাদের এ অভিযোগের কোনো ভিত্তি নেই।প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, সিভিল সার্ভিসের সব কর্মকর্তা নির্দষ্টি আইন ও বিধির অধীনে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কী লেখা যাবে আর কী লেখা যাবে না সে বিষয়ে তাদের গাইডলাইন দেওয়া আছে। আইনবিধি অমান্য করলে শাসি্ত পেতেই হবে। এখানে ছাড় দেওয়া হলে সরকারের ইমেজ দুর্বল হবে।
উল্লেখ্য, গেল ১৭ ডিসেম্বর আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে জনপ্রশাসন কমিশনের ভাবনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে ফুঁসে ওঠে ক্যাডার সংগঠনগুলো। প্রশাসন ক্যাডার সচিবালয়ে বিশাল শোডাউনের আয়োজন করে। পাশাপাশি বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনেস্ট্রেটিভ সার্ভিস (বিএএসএ) এবং বিসিএস (প্রশাসন) ক্যাডার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের যৌথ আয়োজনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ফুয়াদ