ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

গণহত্যাকারীদের বিচারে বাধা দেওয়ার অভিযোগ: সারজিস আলম

প্রকাশিত: ২১:৫৩, ১১ জানুয়ারি ২০২৫

গণহত্যাকারীদের বিচারে বাধা দেওয়ার অভিযোগ: সারজিস আলম

সারজিস আলম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেন গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়ায় সরাসরি কিংবা পরোক্ষভাবে বাধা দেওয়া হচ্ছে ।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামে শাপলা চত্বরে শহীদ সিরাজের স্মরণে আয়োজিত এক সেমিনারে বিশেষ আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে আস-সিরাজ সংগঠন।

সারজিস আলম বলেন, আমাদের লড়াই বাংলাদেশের জন্য, মানুষের জন্য। আমরা যেন কোনো দল, মত বা গোষ্ঠীর কাছে জিম্মি না হয়ে যাই। দেশের মানুষ অসহায় হয়ে শেখ হাসিনার কাছে জিম্মি হয়েছে। এতো কিছুর পরে দেয়ালে যখন মানুষের পিঠ ঠেকে গেছে, তখন মানুষ মুক্তির আশায় জীবন দিতে কুণ্ঠাবোধ করেনি। কিন্তু আমাদের সম্ভাবনাকে পদে পদে বাধাগ্রস্ত করা হচ্ছে। যেখানেই যাই, যার সাথেই কথা বলি, সবাই চায় গণহত্যাকারীদের বিচার। কিন্তু আজকে এই বিচারিক প্রক্রিয়াকে সরাসরি কিংবা পরোক্ষভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে।

আশিক

×