ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গেল ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সীমান্ত নিয়ে বাংলাদেশ-ভারত উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ভারতের অজুহাত একটাই সীমান্ত পাচারকারী ঠেকাতেই সীমান্তে বেড়া দিচ্ছে বিএসএফ।মূলত বেড়া নির্মাণকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত।
গেল শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা জানান,উত্তেজনা নিরসনে বাংলাদেশ-ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখা হবে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ঞবনগরে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজিবি। তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়। এরপর এটি আর শুরু হয়নি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, “যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়। তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এটি দ্রুত শুরু হবে। তবে আমরা কোনো দিন তারিখ নির্ধারণ করছি না।”
ফুয়াদ