ছবি সংগৃহীত
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। আজ ১১ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় ওয়াসা মোড়ে একটি অফিসে এ হামলা ঘটে।
জানা গেছে, সেখানে অবস্থানরত এই দুই নেতা ও তাদের সংগঠকদের ওপর ‘ডট গ্যাং’ নামে পরিচিত ছাত্রলীগ নিয়ন্ত্রিত একটি গ্রুপ হামলা চালায়।
ওয়াসা মোড়ে ওই অফিসে অবস্থানকালে ‘ডট গ্যাং’ সদস্যরা ওই অফিসটি অবরুদ্ধ করে রাখে এবং এক পর্যায়ে হামলা চালায়। হামলার ব্যাপারে কথা বলেন রাসেল আহমেদ। তিনি জানান, “আজ চট্টগ্রামে ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং আমাদের ওপর হামলা চালিয়েছে।”
এ ঘটনার প্রতিবাদে আজ রাত ৯টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নেতারা এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিস্তারিত পরিস্থিতি তুলে ধরবেন। এর আগে, আজ বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে একটি পথসভা, লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি আয়োজন করেন আব্দুল হান্নান মাসউদ এবং রাসেল আহমেদ।
পথসভায় আব্দুল হান্নান মাসউদ বলেন, জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আল্টিমেটাম দিয়েছি। আশা করি সরকার ১৫ জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আগ্রগামী ভূমিকা রাখবে। দেশি-বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক।
রাসেল আহমেদ জানান, জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে, অনেকেই ষড়যন্ত্র করছে। আমরা কোনও ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবো না। সব ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ।
আশিক