বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মানিত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া শনিবার (১১ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন।
এ সময় তিনি বিমানবন্দরের বিভিন্ন সুবিধা ও যাত্রী সেবা বিষয়ক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া বিমানবন্দরে উপস্থিত সম্মানিত যাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে সকল প্রকার উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন। সম্মানিত যাত্রীবৃন্দ বিমানবন্দরের বর্তমান পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
চেয়ারম্যান মহোদয় বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের কাজের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এভিয়েশন সিকিউরিটি (এভসেক), ইমিগ্রেশন, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিমানবন্দর স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য কর্মী এবং নতুন উদ্বোধনকৃত প্রবাসী লাউঞ্জের কর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরের যাত্রী সেবা ব্যবস্থাকে আরও বেগবান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, "হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান ও সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর, এখানে সেবা প্রদানকারী সকল সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।"
আশিক