ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

এবার নতুন বিতর্কে জড়ালেন টিউলিপ সিদ্দিক

প্রকাশিত: ২০:৪৭, ১১ জানুয়ারি ২০২৫

এবার নতুন বিতর্কে জড়ালেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক

ব্রিটিশ লেবার পার্টির এমপি এবং যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক ফের বিতর্কে জড়িয়েছেন। শেখ হাসিনার সরকারের সময় নিখোঁজ হোন ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী আহমদ বিন কাসেম।

এবিষয়ে টিউলিপকে ২০১৭ সালে এক সাংবাদিকের প্রশ্ন করলে তার জবাবে অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ। সেই হুমকির ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ফের নতুন করে সামনে এসেছে।

দ্য টেলিগ্রাফ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে চ্যানেল-৪ নিউজের গর্ভবতী সাংবাদিক ডেইজি আইলিফ শেখ হাসিনার শাসনামলে ঘটে যাওয়া নিখোঁজের ঘটনা নিয়ে টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল হাসিনার সঙ্গে টিউলিপের পারিবারিক সম্পর্ক এবং কেন তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। জবাবে টিউলিপ সাংবাদিককে সতর্ক করে দিয়ে বলেন, “খুব সাবধান থাকুন। আমি একজন ব্রিটিশ এমপি। আমি বাংলাদেশি নই। যার বিষয়ে কথা বলছেন, তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই।”

সাক্ষাৎকারের শেষে টিউলিপ ডেইজি আইলিফকে বলেন, “ধন্যবাদ ডেইজি, আশা করি তোমার সন্তান ভালোভাবে জন্ম নেবে। কারণ, প্রসব খুবই কঠিন।” তার এই মন্তব্যকে অনেকেই হুমকি হিসেবে দেখছেন।

সাংবাদিক ডেইজি আইলিফ সম্প্রতি এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ওই দিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, যখন আমি ২০১৭ সালে টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের সঙ্গে তার রাজনৈতিক যোগসূত্র সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করি, তখন তিনি আমাকে ‘সতর্ক থাকতে’ বলেন। এ ঘটনার পর অফকম, পুলিশ এবং আমার বসদের কাছে অভিযোগ করেন এমপি। যদিও কোনো অভিযোগ টেকেনি। কারণ, সৌভাগ্যবশত আসলে যা ঘটেছিল তা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। যদি তা না হতো তাহলে তিনি আমার চাকরি খোয়াতেন।

আশিক

×