সড়ক পরিবহন ও সেতু, রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত
মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ন্ত্রণে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সে আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, তিন মাসের জন্য শিক্ষানবিশ হিসেবে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। কিন্তু তারপর স্থায়ী লাইসেন্স নেয় না অনেকেই। ফলে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স তিন মাস পর স্থগিত থাকবে এবং স্থায়ী লাইসেন্স না নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা।
বিগত বছরের চেয়ে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ১২ শতাংশ বেড়েছে জানিয়ে তিনি বলেন, এর দায় আমরা নিচ্ছি। প্রতিটি সড়ক দুর্ঘটনায় হতাহতদের দ্রুত ক্ষতিপূরণ দিতে বিআরটিএকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ, সড়ক ও পুলিশসহ সংশ্লিষ্টদের গাফিলতি থাকলে তাদেরকে দায় নিতে হবে।
ফাওজুল কবির খান বলেন, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালকের ক্ষেত্রে দায় নিতে হবে বিআরটিএকে। গাড়ির ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালকদের প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও দায়িত্ব দেওয়া হবে।
সাড়ে চার লাখ ড্রাইভিং লাইসেন্স এখনো ঝুলে আছে জানিয়ে তিনি বলেন, বিআরটিএকে এক মাস সময় দেওয়া হয়েছিল। এরমধ্যে তাদের কিছুটা উন্নতি হয়েছে। তবে তাদের কার্যক্রম মনিটর করা হবে। ভালো সেবা দিতে না পারলে প্রয়োজনে বিআরটিএ বন্ধ করে দেওয়া হবে।
নাহিদা