কুমিল্লায় ব্রেস্ট ফিডিং কর্ণার না পেয়ে জনসম্মুখে শিশুকে দুধ পান করার ঘটনায় সোশ্যায় মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।জানাা গেছে,কুমিল্লার মুরাদনগর উপজেলার পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্রেস্ট ফিডিং কর্ণার না থাকায় বাধ্য হয়ে সন্তানকে জনসম্মুখে দুধ খাওয়াতে বাধ্য হন মা।
দেশের প্রথমসারির একটি গণমাধ্যমে এমন ঘটনা উঠে আসার পর থেকেই চলছে আলোচনা সমালোচনা।নেটিজেনসহ জনগণ বলছেন কুমিল্লায় ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন এখন সময়ের দাবি।
উল্লেখ্য,২০১৯ সালে ৯ মাসের শিশুকে নিয়ে এক আইনজীবী ‘মা’ ইসরাত হাসান আদালতে রিট করেন। রিট আবেদনের ভিত্তিতে কর্মক্ষেত্র, বিমানবন্দর, বাস, রেলওয়ে স্টেশন ও শপিংমলে মাতৃদুগ্ধ কক্ষ ও বেবি কেয়ার কর্নার স্থাপনের জন্য প্রয়াজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে সেসময় রুল জারি করেন আদালত। এই রুলের প্রেক্ষিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি রেলওয়ে স্টেশনসহ প্রায় ১২ টি ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়।
ফুয়াদ