ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

সীমান্তে উত্তেজনার মাঝেই গুলি চালালো বিএসএফ!

প্রকাশিত: ১৭:৩৭, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৪১, ১১ জানুয়ারি ২০২৫

সীমান্তে উত্তেজনার মাঝেই গুলি চালালো বিএসএফ!

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের ওপারে শহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি দাবি করেছেন যে, বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালিয়েছে। এই ঘটনা ১০ জানুয়ারি রাত ২টার দিকে ভারতের পার্শ্ববর্তী এলাকায় ঘটেছে।

শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, শহীদুল সীমান্তে চোরাচালানের সাথে সম্পৃক্ত৷ গতরাতেও সে ফেনসিডিল চোরাচালানের জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফ গুলি চালালে তিনি আহত হন। শহীদুল যে সীমান্তে আহত হন সেই অংশ থেকে বিজিবি সদস্যরা ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, রাতে তারা তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও জানান তারা

শনিবার সকালে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলামকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নাহিদা

×