ছবি: সংগৃহীত
বিএনপি আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ জমা দিয়েছে যে, গত কয়েক বছরে বাংলাদেশে ২২৭৬ জন নেতাকর্মী ক্রসফায়ার ও গুমের শিকার হয়েছেন। এই তালিকায় প্রধান অভিযুক্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক বিরোধীদের দমন করার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে। বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়েছে, শুধুমাত্র গুমের শিকার হয়েছেন ১৫৩ জন, যার মধ্যে উল্লেখযোগ্য নাম চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ দলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা।
বিএনপির প্রতিনিধিদলের সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ বলেন, “আমরা সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসার, পুলিশ সুপার, এবং টিমের অন্যান্য সদস্যদের আসামি হিসেবে তালিকাভুক্ত করেছি। তবে প্রধান আসামি শেখ হাসিনা। তদন্তের মাধ্যমে বাকি আসামিদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হবে।”
তারা আরও অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরাও এই গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। দুইটি পৃথক তালিকায় ক্রসফায়ার ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের নাম, ঠিকানা এবং ঘটনার বিবরণ সংযুক্ত করা হয়েছে।
এই অভিযোগপত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিএনপির দাবি, গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবার যাতে ন্যায়বিচার পায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তারা মিডিয়ার সহযোগিতা কামনা করে বলেছেন, “২০০৮ সাল থেকে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে আমরা সবাইকে পাশে চাই।”
ভিডিও দেখুন: https://youtu.be/-XDErpYktlU?si=tgHGb4MD6Jn2-F1E
এম.কে.