ছবি: সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) এবং বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করায় এই উত্তেজনা আরো বৃদ্ধি পায়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ফলে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৪৭-৩৭ নম্বরের সীমান্ত এলাকায় বিএসএফ ৩০-৩৫ জন নির্মাণশ্রমিক দিয়ে প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে লোহার অ্যাঙ্গেলে চার ফুট উঁচু কাঁটাতারের বেড়া তৈরি করে। স্থানীয়রা ঘটনাটি লক্ষ্য করে বিজিবিকে খবর দিলে তারা সেখানে উপস্থিত হয়ে বাধা প্রদান করে।
৫১ রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা বাধা দিলে বিএসএফ কিছু সময় কাজ বন্ধ রাখলেও পরে আরও সদস্য ও স্থানীয়দের সঙ্গে নিয়ে আবার কাজ শুরু করে। এ নিয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের কোচবিহার রাজ্যের রাণীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যরেখার দেড়শ গজ এলাকার শেষ অংশে বেড়া স্থাপন করে।
নাহিদা