ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই তুরস্ক থেকে ২৬টি অত্যাধুনিক ‘তুলপার লাইট ট্যাংক’ কেনার আলোচনা করছে বাংলাদেশ। তুর্কি প্রতিরক্ষা সংস্থা অটোকারের সঙ্গে এই আলোচনা চলছে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম তুর্কি টুডে।
এই ট্যাংকগুলো তুরস্ক ও ইতালির যৌথ উদ্যোগে তৈরি এবং বিশেষভাবে দুর্গম, জলাভূমি ও বন্যাপ্রবণ এলাকায় কার্যকর ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। উন্নত গতিশীলতা, সুরক্ষা এবং অভিযোজনযোগ্যতার জন্য তুলপার ট্যাংক বাংলাদেশের সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালেই ট্যাংকগুলো বাংলাদেশের কাছে সরবরাহ করা হবে। সীমান্তে সামরিক আধিপত্য বাড়ানোর জন্যই এই পদক্ষেপ বলে মনে করছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।
বাংলাদেশের এই সামরিক আধুনিকায়ন ভারতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভারতের কাছে এটি কেবল সামরিক উন্নয়ন নয়, বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ পরিবর্তন।
বাংলাদেশ ও তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন কেনার পর এবার ট্যাংক কেনার সিদ্ধান্ত তুরস্ক-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করবে।
দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের লক্ষ্যে তুরস্কের কৌশল এবং ঢাকার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ভারতকে নতুন করে ভাবতে বাধ্য করছে। দিল্লির উদ্বেগ বাড়িয়ে, বাংলাদেশ-তুরস্ক-ইসলামাবাদ ত্রিপক্ষীয় সম্পর্ক এখন আঞ্চলিক কৌশলগত পরিবর্তনের কেন্দ্রে।
ভিডিও দেখুন: https://youtu.be/M0eyZaLdH9Q?si=FmQ22_iPlKpkNk-5
এম.কে.