ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ১৫০তম বছরের উদযাপনের অনুষ্ঠানে আমন্ত্রণিত দেশগুলোর মধ্যে পাকিস্তাত সাড়া দিলেও অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ।
আইএমডি ডয়েচে ভেলেকে জানিয়েছে,১৪ ও ১৫ জানুয়ারি দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপে অনুষ্ঠানে আইএমডি জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়টি প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে।
আমন্ত্রিত দেশের মধ্যে আছে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা ও নেপাল। এছাড়া মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পশ্চিম এশিয়ার অনেকগুলি দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তান ইতোমধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছে। তারা প্রতিনিধিদের দিল্লি পাঠাবে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা পাঠানো হয়নি।
ফুয়াদ