ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোঃ আশরাফুজ্জামান

প্রকাশিত: ১৪:২৩, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:২৫, ১১ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোঃ আশরাফুজ্জামান

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের রাতুইল ইউনিয়নের ঘোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত মালবাহী ট্রাক পথচারী রহিমা বেগমকে (৭০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রহিমা বেগম (৭০) ঘোনাপাড়া পূর্বপাড়া গ্রামের মৃত রফিক মোল্লার স্ত্রী।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক বৃদ্ধাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা দুর্ঘটনার পরপরই রহিমা বেগমকে উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

উক্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 

সায়মা ইসলাম

×