ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

বড় ধরা খেলো টিউলিপের চাচি, ১০ কোটি টাকা জলে!

প্রকাশিত: ১২:০১, ১১ জানুয়ারি ২০২৫

বড় ধরা খেলো টিউলিপের চাচি, ১০ কোটি টাকা জলে!

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। এই আলোচিত বিষয়গুলোর মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস সম্প্রতি তার পরিবারের সদস্যদের নিয়ে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, টিউলিপ সিদ্দিকের চাচি শাহীন সিদ্দিক এবং তার চাচাতো বোন বুশরা সিদ্দিক প্রায় ১০ কোটি টাকা খরচ করে ইউরোপের মাল্টা দেশের নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে, প্রথম আবেদনটি ২০১৩ সালে বাতিল হয়ে যায়, কারণ তখন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে 'মানি লন্ডারিং', দুর্নীতি, প্রতারণা ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠে।

এরপর, ২০১৫ সালের মার্চে শাহীন সিদ্দিক তার মেয়ের জন্য পুনরায় মাল্টার নাগরিকত্বের আবেদন করেন। যৌথ আবেদনপত্র অনুযায়ী, এই নাগরিকত্বের জন্য খরচ হয়েছিল ৬ লাখ ৫০ হাজার ইউরো, আর তার মেয়ের জন্য ছিল ২৫ হাজার ইউরো। সেই সঙ্গে হেনলি অ্যান্ড পার্টনার্সকে ৭০ হাজার পাউন্ড ফি দিতে হয়েছিল।

তবে এই দ্বিতীয় আবেদনেও সন্দেহের সৃষ্টি হয়েছে। শাহীন সিদ্দিক তার মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিয়েছিলেন, যেখানে ২৭ লাখ ৬০ হাজার ডলার জমা ছিল। তবে, এই বিপুল পরিমাণ অর্থের উৎস নিয়ে কোনো স্পষ্ট তথ্য প্রদান করা হয়নি, যা আরো প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে।

এ ধরনের অভিযোগ এবং তথ্য প্রকাশের পর টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক অবস্থান ও মন্ত্রিত্ব নিয়ে আলোচনার নতুন মাত্রা যুক্ত হয়েছে, এবং এই পরিস্থিতি আরো গভীর তদন্তের দাবি তুলছে।

নুসরাত

×