বেগম খালেদা জিয়া
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তার সাম্প্রতিক টেস্ট রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন এনেছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) লন্ডন থেকে এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, "বেগম জিয়ার কিছু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ইতোমধ্যে পাওয়া গেছে। চিকিৎসকরা সেগুলো পর্যবেক্ষণ করে তার চিকিৎসায় কিছুটা পরিবর্তন এনেছেন। আজ আরও কিছু রিপোর্ট পাওয়া যাবে।"
তিনি আরও জানান, "তার মানসিক স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর ফলে তিনি কিছুটা উৎফুল্ল বোধ করছেন। তবে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থাকে স্থিতিশীল বলা যায়।"
বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানের তদারকিতে লন্ডনের বিশেষায়িত একটি ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
আশিক