শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের ভাই আবুল কালাম বাদি হয়ে জাজিরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ, এবং তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় শরীয়তপুর পুলিশ লাইনস মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তার মরদেহ দাফনের জন্য গ্রামে নেয়া হয়। নিহত ওসি আল-আমিন বরিশাল জেলার মুলাদি উপজেলার কাঁচিচর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানার চারতলা ভবনের দোতলায় শয়ন কক্ষে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে সিআইডি ফরেনসিক টিম এসে সুরতহাল শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবার ও পুলিশ জানিয়েছে, গত দুই বছর ধরে আল-আমিন মানসিক চাপে ভুগছিলেন। ১৪ সেপ্টেম্বর তিনি জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বরগুনা জেলার গাজীপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
নিহত ওসি আল-আমিনের ভাই আবুল কালাম জানান, "ভাইয়ের মৃত্যুতে অপমৃত্যু মামলা করা হয়েছে। কাজের চাপ বা সিনিয়রের চাপের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে পারিবারিক কোনো চাপ ছিল না। মৃত্যুর সঠিক তদন্ত চাই।"
আশিক