ওসি মো. শাহ আলম
রাজধানী উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. শাহ আলমকে গ্রেফতার করতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। সম্প্রতি থানা হেফাজত থেকে পালিয়ে যান সাবেক ওসি মো. শাহ আলম। এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহকে দায়িত্বে অবহেলার অভিযোগে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে ডিএমপির কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।
এদিকে শুক্রবার রাত ১১টার মধ্যে সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতার না করলে থানাকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে পুলিশ জানায়, শাহ আলমকে গ্রেফতার করতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সব ইউনিট মাঠে কাজ করছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান জানান, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সবকটি ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার দিবাগত রাত ১২টার পর তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আশিক