ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি- ঢাকা জেলা কমিটির আত্মপ্রকাশ

প্রকাশিত: ২১:০৩, ১০ জানুয়ারি ২০২৫

স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি- ঢাকা জেলা কমিটির আত্মপ্রকাশ

শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে "স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি" ঢাকা জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক জমির উদ্দীন ও কেন্দ্রীয় সদস্য সচিব আবির বিন জাবেদের স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঢাকা জেলা কমিটির নেতৃত্বে আছেন:

আহ্বায়ক: এস এম মঈন উদ্দীন

যুগ্ম আহ্বায়ক: তামজিদ

সদস্য সচিব: খান আহাদ

যুগ্ম সদস্য সচিব: এবিএম মিরাজ

মুখপাত্র: নুসায়ের আহমেদ


এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সৈয়দ বোরহান উদ্দিন, আনোয়ারুল আজিম, নাজমুস সাকিব ত্বহা, আবু নাইম, তৌহিদুর রহমান নোমান, হুমায়ুন কবিরসহ আরও অনেক তরুণ নেতাকর্মী।


ঢাকা জেলা কমিটি "জুলাই অভ্যুত্থানের শহীদদের বেওয়ারিশ লাশ শনাক্তকরণ, আহতদের সুচিকিৎসা এবং দোষীদের বিচারের" দাবিতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে এক মানববন্ধন ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সংগঠনের সদস্যরা বেওয়ারিশ কবর প্রদর্শনের পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে অবস্থান নেন। সেখানে তারা সাত দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

1. বেওয়ারিশ শহীদদের দ্রুত শনাক্তকরণ।
2. আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা।

3. ঘটনায় জড়িত খুনিদের বিচার কার্যক্রম শুরু করা।


এ আয়োজনে সংগঠনের নেতারা বলেন, "আহতদের সুচিকিৎসা এবং দোষীদের বিচার নিশ্চিত না করা সরকারের দায়িত্বহীনতার পরিচায়ক। শহীদদের শনাক্তকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যা গভীর উদ্বেগজনক।"

তারা আরও জানান, যদি সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সংগঠন কঠোর কর্মসূচি ঘোষণার পথে এগোবে। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে "স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি—ঢাকা জেলা" কমিটি দেশের জন্য অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তরুণদের এই উদ্যোগ ভবিষ্যতে সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করেছে তারা।

রিফাত

×