ছবিঃ সংগৃহীত
কৃষি নিয়ে সংবাদ করায় লেখনি মাঠের সাংবাদিক মো. মামুন চৌধুরীকে কৃষকদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের কৃষকদের পক্ষ থেকে এ সম্মাননা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম, কৃষক দিদার হোসেন, আরফান আলী, তৌহিদ মিয়া, শামীম মিয়া, সানু মিয়া, নিজাম উদ্দিন, হেলাল মিয়া, আব্দুল আউয়াল, আজিজুর রহমান, মুহিদ মিয়া, এনামুল হকসহ অন্যান্য কৃষকরা।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম জানান, কৃষকদের উৎপাদিক সবজি, ফল ও ফুল নিয়ে ধারাবাহিক সংবাদ করছেন মাঠের সাংবাদিক মো. মামুন চৌধুরী। এজন্য কৃষকরা উৎসাহিত হয়ে ব্যতিক্রমীভাবে মো. মামুন চৌধুরীকে সম্মাননা জানিয়েছেন। কৃষকরা জানান, তাদের কঠোর শ্রমের মাধ্যমে নানা ফসল উৎপাদন হচ্ছে। এখানে উৎপাদিত ফসল চাষ নিয়ে ধারাবাহিক সংবাদ করে তাদেরকে উৎসাহিত করেছেন সাংবাদিক মো. মামুন চৌধুরী। তাই কৃষকদের পক্ষ থেকে তাকে সম্মাননা জানিয়ে আনন্দিত হয়েছি।
সাংবাদিক মো. মামুন চৌধুরী বলেন, মঞ্চ ছাড়া কৃষি ক্ষেতে ব্যতিক্রমীভাবে সম্মাননা জানিয়েছেন কৃষকরা। এ এক অন্যরকম অনুভূতি। যা ভাষায় প্রকাশ করারমত নয়। এ সম্মাননা আমার জন্য অতি গৌরবের। আমি কৃষকদের প্রতি চিরকৃতজ্ঞ।
মারিয়া