ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সীমান্ত রক্ষায় কাস্তে হাতে এক বৃদ্ধ কৃষক!

প্রকাশিত: ১৮:৪৯, ১০ জানুয়ারি ২০২৫

সীমান্ত রক্ষায় কাস্তে হাতে এক বৃদ্ধ কৃষক!

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সীমান্ত রক্ষায় "কাস্তে হাতে কৃষক" একটি ভাইরাল দৃশ্য, যা দেশের সাহস এবং ঐক্যের প্রতিচ্ছবি হিসেবে উঠে এসেছে। ভারতে বিএসএফের সীমান্ত রক্ষী বাহিনীর উপস্থিতির কারণে পরিস্থিতি ছিল চরম উত্তেজনাপূর্ণ, তবে মাতৃভূমির প্রতি ভালোবাসা ও রক্ষার অঙ্গীকারে বাংলাদেশের এক বৃদ্ধ কৃষক কাস্তে হাতে সীমান্তে দাঁড়িয়ে আছেন। তাঁর চোখে দৃঢ়তা ও সাহস, যেন তিনি শত্রুর বিরুদ্ধে একা লড়াইয়ের জন্য প্রস্তুত।

কাস্তে হাতে কৃষকের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে, যেখানে দেশের মানুষ বিজিবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। ফেসবুকে অনেকে এটি দেশবাসীর সাহসিকতার নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। "মাতৃভূমি নয়তো মৃত্যু" এই স্লোগানে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতের বিএসএফ কর্তৃক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়, কিন্তু বিজিবির বাধায় তারা পিছু হটে। এরপর স্থানীয় জনতা সীমান্ত রক্ষী বাহিনীর সাথে একযোগে দাঁড়িয়ে ছিল। বর্তমানে সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

এই ঘটনা দেশবাসীর মধ্যে ঐক্য এবং সাহসের একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে।

মারিয়া

×